৳ 200
১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
আয়েশা নিচু হয়ে খাটের নিচটা জরিপ করতে থাকে আর বলতে থাকে,
- না আয়াত, এখানেও তো কিছু পেলাম না।
সে আরো ঝুঁকে খাটের আরো ভেতরে ঢোকার চেষ্টা করে। এমন সময় তার পায়ে আয়াত পা দিয়ে খোঁচাখুঁচি শুরু করে। তাতে একটু বিরক্ত হয়ে আয়েশা বলে,
- আহ্ কী ব্যাপার, এমন করছ কেন?
কিন্তু আয়াতের দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে ঘরের একমাত্র দরজাটার দিকে তাকাতেই আয়েশা ভয়ে জমে যায়। একজন কালো কুচকুচে মোটাসোটা গুন্ডা গোছের লোক সেখানে দাঁড়িয়ে ওদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। তার হাতে ইয়া বড় একটা ছুরি, যা দেখে আয়েশার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে।
সোসাইটির মিসেস রহমানের ফ্ল্যাট থেকে চুরি হয়ে যায় বেশ দামী একটা ডায়মন্ডের নেকলেস। এর আগে সোসাইটিতে ছোট মোটো চুরি হলেও এত বড় চুরি এই প্রথম। তাই নিয়ে পুরো সোসাইটিতে শোরগোল শুরু হয়ে যায়। মিসেস রহমান একজন হাসিখুশি ও মিশুক মহিলা, সোসাইটির সব বাচ্চাদের তিনি খুব আদর করেন। তাই তার সঙ্গে ঘটে যাওয়া এমন দুঃখজনক ঘটনায় আয়েশা, আয়াত, আরফান আর যায়েফেরও মন খারাপ হয়। ওরা চার বন্ধু মিলে ঠিক করে মিসেস রহমানের চুরি যাওয়া নেকলেসটি তারা খুঁজে বের করবে। আর সেজন্য যে কোন ধরনের বিপদ মাথায় নিতে তারা প্রস্তুত। কিন্তু তারা ভুলেও ভাবেনি এমন অদ্ভুতুড়ে চোরও পৃথিবীতে আছে!
Title | : | অদ্ভুতুড়ে চুরি (হার্ডকভার) |
Publisher | : | চলন্তিকা |
ISBN | : | 9789849911050 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 64 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0